কলকাতা ও হাওড়া পুরভোটের (West Bengal Civic Poll) কমিটি ঘোষণা করল BJP। দুই কমিটির মাথাতেই দু'জন প্রাক্তন তৃণমূল নেতা। বিধানসভা নির্বাচনের আগে তাঁরা তৃণমূলে যোগ দিয়েছিলেন।
কলকাতার নির্বাচনী প্রচারের কমিটির ইনচার্জ প্রাক্তন রেলমন্ত্রী দীনেশ ত্রিবেদী (Dinesh Trivedi) অন্যদিকে হাওড়ার ইনচার্জ হিসেবে নাম ঘোষিত হয়েছে তৃণমূল থেকে আসা রথীন চক্রবর্তীর ( Rathin Chakroborthy)।
কলকাতায় কো-ইনচার্জ হিসেবে নাম রয়েছে তুষারকান্তি ঘোষ, রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh), বিজয় ওঝা ও বৈশালী ডালমিয়ার। এঁদের মধ্যে তুষারকান্তি একমাত্র BJP-র পুরনো নেতা।
কলকাতার প্রচার কমিটির সদস্য হিসেবে নাম রয়েছে রাজ্যসভার সাংসদ রূপা গাঙ্গুলি (Rupa Ganguky), স্বপন দাশগুপ্তর (Swapan Dasgupta)। আহ্বায়ক হিসেবে রাখা হয়েছে কল্যাণ চৌবে (Kalyan Choubey) এবং অগ্নিমিত্রা পলকে (Agnimitra Pal)।