শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনার কয়েক ঘণ্টার মধ্যেই বহিষ্কৃত হলেন হাওড়া সদরের বিজেপি সভাপতি সুরজিৎ সাহা। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে দলের ২৮ বছরের পুরনো কর্মীকে বহিষ্কারে কথা ঘোষণা করা হয়েছে।
বহিষ্কারের পর সুরজিৎ জানিয়েছেন, তাঁর বুকে রয়েছে বিজেপি৷ তিনি অন্য কোনো দলে যাবেন না। তাঁর কথায়, "আমি এখনো বহিষ্কারের কোনও চিঠি হাতে পাইনি। আর আমি দলের বিরুদ্ধে কোনও বক্তব্য রাখিনি। আমি ২৮ বছর বিজেপি করি। আমি ১৯৯৪ সালে সংঘ থেকে শিক্ষাপ্রাপ্ত হয়েছি। ২টো শাখায় মুখ্য শিক্ষকের দায়িত্ব পালন করেছি। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় আমার আদর্শ। তাই শুভেন্দুবাবুর থেকে আমি সার্টিফিকেট নেবো না। যাকে টিভিতে দেখা গিয়েছে নারদায় টাকা নিতে।"
বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের মন্তব্য, "দলের কথা দলের অন্দরে থাকাই বালো। কিন্তু মনের অভিমান থেকে অনেকেই বলে ফেলেন। তা ঠিক নয়।"
Madan Mitra : চোখে সানগ্লাস, সুন্দরীদের হাতে হাত; নতুন রূপে মদন মিত্র
হাওড়ায় পুরভোটের আগে দলীয় বৈঠকে গিয়ে হাওড়া সদরের বিজেপি নেতৃত্বের একাংশের বিরুদ্ধে তৃণমূলের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগ করেছিলেন শুভেন্দু। তারপরেই তাঁকে আক্রমণ করেন সুরজিৎ।