কলকাতা পুরভোটের(Kolkata Corporation Election) আগে এবার টাকার বিনিময়ে আসন বিক্রির অভিযোগ উঠল বিজেপির(West Bengal BJP) বিরুদ্ধে। রবিবার একটি চাঞ্চল্যকর অডিও ক্লিপ প্রকাশ করে টিকিট বিক্রির অভিযোগ এনেছে তৃণমূল কংগ্রেস(TMC)। সেই বিতর্কিত অডিও ক্লিপের নাম জড়িয়েছে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের(Sukanta Majumder)।
অডিয়ো ক্লিপটিতে বিজেপির এক যুবনেতার সঙ্গে এক বিজেপি কর্মীর কথোপকথন শোনা গেছে। বিজেপির ঐ জনৈক যুবনেতাকে টাকার বিনিময়ে কলকাতা পুরসভার টিকিট বিক্রি করতে শোনা গিয়েছে।
কলকাতা পুরভোটে(Kolkata Corporation Election) একটি আসনের জন্য ন্যূনতম ১ লক্ষ টাকা দাবি করেছেন ঐ নেতা। তাই নিয়ে বিজেপি কর্মীর সঙ্গে রীতিমতো দর কষাকষি করতে শোনা গেছে তাঁকে। এ প্রসঙ্গে বলতে গিয়ে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের(Sukanta Majumder) নাম তুলে এনেছেন তিনি।
এই কান্ডে নাম জড়িয়েছে দক্ষিণ কলকাতা জেলা বিজেপির সভাপতি শঙ্কর শিকদারের(Sankar Sikder)। তবে সুকান্ত মজুমদার এবং শঙ্কর শিকদার দুজনেই তাঁদের বিরুদ্ধে ওঠা এই অভিযোগ অস্বীকার করেছেন।