ভবানীপুরে বিধানসভা উপনির্বাচনে (Bhawanipur By-Poll) বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের (Priyanka Tibrewal) হয়ে শুক্রবার প্রচারে নামেন সম্বিত পাত্র (Sambit Patra)। তাঁকে ঘিরে 'জয় বাংলা' স্লোগান দেন তৃণমূল কর্মীরা। তা নিয়ে পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়ে ওঠে। বিজেপির কেন্দ্রীয় নেতাকে কটাক্ষ করে চলে হিন্দি ছবির গান 'তুম তো ঠ্যাহর পরদেশী'। শুক্রবার মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) হয়ে প্রচারে নামেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)।
শুক্রবার ভবানীপুরের দইপট্টি এলাকা থেকে প্রচার শুরু করেন সম্বিত পাত্র। লেডিস পার্ক এলাকা পর্যন্ত পায়ে হেঁটে চলে প্রচার। পথচলতি মানুষকে ছাতুর সরবত করে খাওয়াতেও দেখা যায় তাঁকে। তৃণমূলের স্লোগানের পাশে বিজেপি 'জয় শ্রীরাম' স্লোগান দেয়। প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উন্নয়নকে কটাক্ষ করেন সম্বিত পাত্র। তৃণমূল কর্মীদের দাবি, "ওড়িশা থেকে এসেছেন। আবার চলে যাবেন। দরকার হবে যখন, এখানে মানুষের পাশে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়।"
ভবানীপুর বিধানসভা উপনির্বাচনে শেষ মুহূর্তে চলছে জোরকদমে প্রচার। শুক্রবার ৮৬ পল্লী এলাকা থেকে প্রচার শুরু করেন ফিরহাদ হাকিম। স্থানীয় বাসিন্দারা সমস্যার কথা জানান ফিরহাদকে। সম্বিত পাত্রকে কটাক্ষও করেন পুরসভার প্রশাসক। তিনি বলেন, "সম্বিত পাত্র মিথ্যার প্রতিষ্ঠান। অন্য রাজ্যের ঘটনা পশ্চিমবঙ্গের বলে চালানোর চেষ্টা করেন। তাঁর কথা মানুষ বিশ্বাস করে না।"