আগেই জানিয়েছিলেন তৃণমূলে যোগ দেবেন৷ তার আগে কালীঘাটে এসে মাথা ন্যাড়া করে, আদি গঙ্গায় স্নান সেরে বিজেপি করার প্রায়শ্চিত্ত করলেন ত্রিপুরার সুরমার বিধায়ক আশিস দাস৷ সম্ভবত আগামিকাল, মহালয়ার দিনই তৃণমূলে যোগ দেবেন তিনি৷
নিজের পূর্ব ঘোষণা মতো ত্রিপুরা থেকে বাংলায় এসে প্রথমে মাথা ন্যাড়া করান আশিস দাস ৷ তার পর আদি গঙ্গায় স্নানও করেন ত্রিপুুরার সুরমা বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক৷ যজ্ঞও করেন বিজেপি বিধায়ক৷
ভবানীপুর উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপুল জয়লাভের পরদিনই ওই বিধায়ক বললেন, বিজেপিতে যাওয়ার প্রায়শ্চিত্ত করবেন ত্রিপুরা থেকে কালীঘাটে এসে।
বিজেপি-কে আক্রমণ করে আশিস দাস ইতিমধ্যেই জানিয়েছেন, 'কোনটা মুখ এবং কোনটা মুখোশ তা মানুষ বুঝে গিয়েছে৷