মানিকতলায় (Maniktala) ভোটারদের প্রভাবিত করার অভিযোগ বিজেপির (BJP) বিরুদ্ধে। বিজেপির বিরুদ্ধে ভোটারদের বিরিয়ানি খাইয়ে প্রভাবিত করার অভিযোগ।
তৃণমূলের দাবি, বেসরকারি হাসপাতালের ছাদে রান্না করা হচ্ছিল আট হাঁড়ি বিরিয়ানি। সবই বিজেপির উদ্যোগে। ভোটারদের এই বিরিয়ানি দিয়ে সমর্থন আদায়ের ছক, অভিযোগ শাসকদলের। কর্মী ও রোগীদের জন্যই বিরিয়ানি রান্না বলে সাফাই হাসপাতাল কর্তৃপক্ষের।
জে এন রায় হাসপাতালের ছাদ দখল করে চলছে বিরিয়ানি রান্না, এমনই অভিযোগ। নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছে তৃণমূল। বিজেপির দাবি, তাদের সঙ্গে এর কোনও যোগ নেই।