সদ্যসমাপ্ত ৫টি রাজ্যের বিধানসভা নির্বাচনে প্রচারের জন্য বিজেপি (BJP0 মোট ২৫২ কোটি টাকা খরচ করেছে। তার প্রায় ৬০ শতাংশ, অর্থাৎ ১৫১ কোটি টাকা খরচ হয়েছে পশ্চিমবঙ্গে (West Bengal election)।
নির্বাচনী খরচের যে হিসাব বিজেপি জমা দিয়েছে, তাতে দেখা যাচ্ছে, আসামের জন্য বিজেপি খরচ করেছে ৪৩.৮১ কোটি টাকা। পন্ডিচেরীর জন্য খরচ করা হয়েছে ৪.৭৯ কোটি টাকা।
TMC : 'চামড়া গুটিয়ে নেওয়া হবে', দলীয় কোন্দল নিয়ে কড়া বার্তা তৃণমূলের জেলানেত্রীর
AIADMKকে হারিয়ে তামিলনাড়ুর ক্ষমতা দখল করেছে DMK জোট। BJP এখানে পেয়েছে ২.৬ শতাংশ ভোট। এই রাজ্যে তারা খরচ করেছে ২২.৯৭ কোটি টাকা।
কেরলে ফের ক্ষমতায় ফিরেছে সিপিএম নেতৃত্বাধীন বাম জোট। এখানে বিজেপি খরচ করেছে ২৯.২৪ কোটি টাকা।