লোকসভা নির্বাচনে বাংলা থেকে অন্তত ২৫টি আসন জিততেই হবে। দলীয় কর্মীদের সামনে এই লক্ষ্যমাত্রা বেঁধে দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
শনিবার আলিপুরে জাতীয় গ্রন্থাগার প্রেক্ষাগৃহে দলের বিজয়া সম্মিলনীর একটি অনুষ্ঠানে হাজির হয়ে সুকান্ত স্লোগান তুললেন, 'আব কি বার/২৫ পার! লোকসভায় আমাদের ২৫টি আসনে জিততে হবে। আমরা জিতবও।' তৃণমূল অবশ্য মনে করছে, এটা নিছকই সুকান্তর দিবাস্বপ্ন। তাদের কথায়, বিধানসভা নির্বাচনে বিপর্যয়ের পর বাংলায় বিজেপি ক্রমশ গুরুত্বহীন শক্তিতে পরিণত হচ্ছে।
Rajib Banerjee: অভিষেকের হাত ধরে আজই তৃণমূলে 'ঘর ওয়াপসি'-র জল্পনা রাজীব বন্দ্যোপাধ্যায়ের
২০১৯ সালের লোকসভায় এই রাজ্যে তাক লাগানো ফল করেছিল বিজেপি। কিন্তু ২০২১ সালের বিধানসভায় ভরাডুবি হয় তাদের।