আগরতলা পুরসভা নির্বাচনে (Agartala Civic Poll) নিরঙ্কুশ জয়ের পথে বিজেপি। প্রথমবার লড়াই করে বহু আসনে দ্বিতীয় স্থানে উঠে এসেছে তৃণমূল (TMC)। বিজেপির কাছে পুরসভার ক্ষমতা হারানোর পাশাপাশি শোচনীয় ফল করেছে বামফ্রন্ট (CPM)। এখনও পর্যাপ্ত ঘোষিত ফলাফলের ভিত্তিতে দ্বিতীয় স্থানে রয়েছে তৃণমূল। তৃতীয় স্থানে সিপিএম নেতৃত্বাধীন বামফ্রন্ট।
Tripura Election: ত্রিপুরার পুরভোট নির্বাচনে শুভেচ্ছা শুভেন্দু অধিকারীর, অভিনন্দন জানালেন দিলীপ ঘোষও
এখনও পর্যন্ত ৩৩টি আসনের ফলাফল ঘোষণা হয়েছে। সবকটিতেই জয়ী হয়েছে বিজেপি। ১৮টি আসনে দ্বিতীয় স্থানে রয়েছে তৃণমূল। ১৫টি আসনে দ্বিতীয় স্থানে রয়েছে বামেরা।