বেলা গড়াতেই ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে কলকাতা পুরসভার নির্বাচন (KMC Election 2021)। উত্তর কলকাতার মানিকতলা এলাকায় বোমাবাজির অভিযোগ উঠল৷ সিপিএম (CPM) এবং বিজেপির (BJP) দাবি, বোমাবাজি করেছে তৃণমূল কংগ্রেস। যদিও বোমাবাজি হয়নি বলে দাবি কলকাতা পুলিশের (Kolkata Police)।
TMC-BJP Clash: তৃণমূল-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র উত্তর কলকাতা, দেখুন ভিডিয়ো
বেলেঘাটা ৩৬6) নম্বর ওয়ার্ডে খান্না স্কুলের বুথের সামনে বোমাবাজির অভিযোগ সিপিআইএম প্রার্থী মৌসুমী ঘোষের। অভিযোগ, ভিতরে জোর করে ছাপ্পা ভোট দেওয়ার চেষ্টা চলছে। অভিযোগ, তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী।
ডিসি ইস্ট সাবার্বান ডিভিশন প্রিয়ব্রত রায় অবশ্য বোমাবাজির দাবি উড়িয়ে দিয়েছেন।