পৌর নির্বাচনের আগেই গোঁজ প্রার্থী নিয়ে আশঙ্কায় বনগাঁর তৃণমূল শিবির (Bongaon TMC)। গোঁজ প্রার্থীর চিন্তা করলে চামড়া গুটিয়ে নেওয়া হবে। গাইঘাটার (Gaighata) একটি অনুষ্ঠানে এসে দলীয় কর্মীদের কড়া বার্তা দিলেন বনগাঁ তৃণমূলের সাংগাঠনিক জেলা সভাপতি আলোরানী সরকার (Alorani Sarkar)।
বিধানসভার মতো পৌর নির্বাচনেও প্রস্তুতি শুরু করে দিয়েছে শাসক শিবির। বনগাঁর তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক জেলা সভাপতি আলোরানি সরকার বলেন, "অনুশাসন যারা মানবে না, দলে যদি কোনও রকম গোঁজ প্রার্থী দেওয়ার চিন্তা করেন, চামড়া আমি গুটিয়ে নেব তাঁদের। দল ঠিকঠাক সিদ্ধান্ত নেবে। গোঁজ প্রার্থী আমরা দিতে দেব না।"
দলীয় কর্মীদের এই বার্তা দেওয়ার পর তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি। তাঁদের দাবি, ঝি মেরে বউকে শিক্ষা দেওয়া চালু করল তৃণমূল।