T20 বিশ্বকাপে (T20 World Cup 2021) ভারতের বিরুদ্ধে নামার আগে ট্রেন্ট বোল্টকে (trent Boult) প্রেরণা দিচ্ছেন পাক বোলার শাহিন আফ্রিদি। আফ্রিদির মতোই ভারতের টপ অর্ডারকে ভেঙে দিয়ে নিউজিল্যান্ডকে জেতাতে চান বোল্ট। রবিবার T20 বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে ভারত ও নিউজিল্যান্ড। দুই টিমের কাছে বিশ্বকাপে টিকে থাকার জন্য এটা ডু অর ডাই ম্যাচ।
পাকিস্তানের ২১ বছরের বোলার শাহিন আফ্রিদি ভারতের বিরুদ্ধে দারুণ স্পেল করেছিলেন। বিশ্বকাপের মঞ্চে প্রথমবার ভারতকে হারায় পাকিস্তান। প্রথম দুই ওভারে রোহিত ও রাহুলের উইকেট পড়তেই ঝাঁঝরা হয়ে যায় ভারতের ব্যাটিং লাইন আপ। রবিবার বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে বোল্ট ঠিক একই পথে হাঁটতে চাইছেন।
শনিবার সাংবাদিক বৈঠকে এসে বোল্ট ভারতীয় ব্যাটিং লাইন আপের প্রশংসা করেন। বোল্টের মতে, এই ম্যাচে প্রথমে উইকেট তুলে নিতে পারলেই সাফল্য আসবে।