পদক জয়ের দোরগোড়ায় এসে পৌঁছলেন ভারতীয় বক্সার লাভলিনা বরগোঁহাই৷ প্রথম রাউন্ডের ম্যাচে জার্মানির প্রতিপক্ষকে হারিয়ে চমকে দিলেন অসমের লাভলিনা। মঙ্গলবার মহিলাদের বক্সিংয়ে ৬৯ কেজি বিভাগে জার্মানির নাদিন আপেৎজকে হারিয়েছেন তিনি। খেলার ফল ৩-২।
এই জয়ের মাধ্যমে কোয়ার্টার ফাইনালে উঠে গেলেন তিনি। এই ম্যাচটা জিততে পারলেন পদক নিশ্চিত করবেন তিনি। কারণ বক্সিংয়ে সেমিফাইনালে হেরে গেলেও ব্রোঞ্জ জেতেন দুই পরাজিত সেমি ফাইনালিস্ট।
অসমের প্রথম মহিলা ক্রীড়াবিদ হয়ে অলিম্পিকে গিয়েছেন লাভলিনা। শুক্রবার ৩০ জুলাই চিনা তাইপেইয়ের এনসি চেনের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালের ম্যাচে নামবেন তিনি।