প্রেমের প্রস্তাব প্রত্যাখান করার মাশুল দিতে হল প্রাণ দিয়ে। ফালাকাটার(Falakata) খলিসামারি এলাকার দশম শ্রেণির ছাত্রী অঙ্কিতা শীলের ওপর হামলা চালায় স্থানীয় বাসিন্দা স্বপন বিশ্বাস। ঘটনাস্থলেই মৃত্যু(Death) হয় ওই স্কুল ছাত্রীর। বুধবার এই ঘটনায় রীতিমতো স্তম্ভিত এলাকার বাসিন্দারা। মেধাবী ছাত্রীর এই অকাল মৃত্যুতে(Murder) ভেঙে পড়েছেন স্কুলের শিক্ষক-শিক্ষিকারাও।
মৃতা অঙ্কিতা শীলের বোন লিপি শীলের কথায়, স্কুলে বেরোনোর সময় তাদের উঠোনের মধ্যে পেছন থেকে ধারালো দা নিয়ে হামলা চালায় প্রতিবেশী যুবক স্বপন বিশ্বাস। দা’র কোপে ওই ছাত্রীর ধর-মুন্ডু আলাদা হয়ে যায়। তখন ওই ছাত্রীটির পরিবারের কেউই উপস্থিত ছিলেন না।
এরপর ঘটনা চাউর হতেই প্রচন্ড উত্তেজনা তৈরি হয় গোটা এলাকাজুড়ে। উত্তেজিত জনতা অভিযুক্তের বাড়িতে ভাঙচুরও চালায়। খুনের খবর পেয়ে বিশাল বাহিনী নিয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ফালাকাটা থানার(Falakata Police Station) আইসি সনাতন সিংহ।
আরও পড়ুন- Asansol Shootout: মঙ্গলবার জামুড়িয়ায় শ্যুটআউটে মৃত ১ খনিশ্রমিক, তদন্তে নামল পুলিশ
খুনের(Murder) অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে স্বপন বিশ্বাসকে। সঙ্গে আটক করা হয়েছে ওই যুবকের পরিবারের ছয় সদস্যকেও। মেধাবী স্কুলছাত্রীর এই অকাল মৃত্যুতে ভেঙ্গে পড়েছেন গ্রামবাসী থেকে স্কুলের শিক্ষক-শিক্ষিকারা।