উপনির্বাচন ঘোষণার সময় থেকেই রাজ্যে স্কুল খোলার পরিকল্পনা চলছিল। পরবর্তীতে পুজোর পর অর্থাৎ ভাইফোঁটার পর স্কুল খোলা হবে এমনটাই বলেছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেই মতো রাজ্যজুড়ে শুরু হয়েছে স্কুলবাড়ি সংস্কার এবং পরিষ্কারের কাজ শুরু হয়েছে।
দুর্গাপুজো শেষ। তবে কি এবার রাজ্যে খুলতে চলেছে স্কুল? আদৌ কি স্কুল খোলা হবে? এই নিয়ে প্রশ্ন উঠছিল। রবিবার এই প্রসঙ্গে রাজ্যের শিক্ষমন্ত্রী ব্রাত্য বসু জানান যে, কোভিড পরিস্থিতির উপর স্কুল খোলার বিষয়টি নির্ভর করছে। রাজ্য সরকার শিক্ষা প্রতিষ্ঠান খুলতে আগ্রহী।
মুখ্যমন্ত্রী যেভাবে পরামর্শ দেবেন, সেই মোতাবেক পদক্ষেপ নেওয়া হবে। কিন্তু করোনা সম্পর্কিত স্বাস্থ্যবিধি সবার আগে, সেকথা মনে করিয়ে দেন তিনি। রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো সম্পর্কে সবথেকে ভালো জানেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই তাঁর নির্দেশ মোতাবেক পদক্ষেপ নেওয়া হবে বলেই জানান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
২০২০ সালের মার্চ মাস থেকে করোনা পরিস্থিতির জেরে টানা দেড় বছর বন্ধ রাজ্যের স্কুল কলেজ শিক্ষাপ্রতিষ্ঠান। যার ব্যাপক প্রভাব পড়েছে ছাত্রছাত্রীদের ওপরে। অনলাইন ক্লাস চালু থাকলেও তা যে পুরোপুরি শিক্ষা গ্রহন ও দানের মাধ্যম হতে পারে না, বিশেষজ্ঞরা এমনই মনে করছেন।