করোনা রুখতে এবার কার্যকরী হবে ট্যাবলেট। কোভিডের বিরুদ্ধে যুদ্ধে এবার নয়া ট্যাবলেটকে স্বীকৃতি দিল ব্রিটেন।
এই ওষুধের জেনেরিক নাম ‘মলনুপিরাভিয়ার’। এটিই কোভিডের চিকিৎসার জন্য তৈরি প্রথম ট্যাবলেট। বিশ্বের প্রথম দেশ হিসেবে এই ওষুধকেই স্বীকৃতি দিল ব্রিটেন।
Covaxin: অবশেষে সুখবর! কোভ্যাক্সিনকে ছাড়পত্র দিল WHO
ব্রিটিশ ওষুধ নিয়ন্ত্রক কর্তৃপক্ষ MHRA জানিয়েছে, কোভিডের চিকিৎসার ক্ষেত্রে এটিই প্রথম স্বীকৃত অ্যান্টিভাইরাল, যেটি ইঞ্জেকশনের বদলে রোগীকে খাওয়াতে হয়। ওষুধটি তৈরি করেছে মার্ক এবং রিজব্যাক বায়োথেরাপিউটিক্স।
ব্রিটেনের স্বাস্থ্য কর্তৃপক্ষের বক্তব্য, ওষুধটি নিরাপদ এবং কার্যকর বলে পরীক্ষায় দেখা গিয়েছে। মৃদু থেকে মাঝারি উপসর্গের যে সমস্ত কোভিড রোগীর অবস্থা গুরুতর হওয়ার আশঙ্কা রয়েছে, তাঁদের হাসপাতালে ভর্তি হওয়া এবং মৃত্যুর ঝুঁকি কমিয়ে দিচ্ছে মলনুপিরাভিয়ার। বয়স্ক, হৃদ্রোগ বা ডায়াবিটিসের রোগীদের ক্ষেত্রেও ওষুধটি নিরাপদ।