দেশে অক্সিজেন সঙ্কটের মধ্যেই কিছুটা আশার আলো। ব্রিটেন থেকে ভারতে এল তিনটি অক্সিজেন জেনারেটর এবং একহাজার ভেন্টিলেটর। রবিবারই এই সমস্ত সরঞ্জাম দিল্লিতে এসে পৌছেছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন, একেকটি অক্সিজেন জেনারেটর প্রতি মিনিটে ৫০০লিটার অক্সিজেন তৈরি করতে পারবে।