সাহিত্য জগতে আবারও এক ইন্দ্রপতন। প্রয়াত হলেন সাহিত্যিক বুদ্ধদেব গুহ(Buddhadeb Guha)। রবিবার রাত ১১ টা ২৫ নাগাদ শহরের এক বেসরকারি হাসপাতালে মারা যান তিনি। বয়স হয়েছিল ৮৫ বছর।হাসপাতাল সূত্রে খবর, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর।দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন বুদ্ধদেব গুহ(Buddhadeb Guha)।
গত এপ্রিল মাসে করোনায় আক্রান্ত হয়েছিলেন। শঙ্কার মেঘ দেখা দিয়েছিল বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা অসংখ্য অনুরাগীর মধ্যে।প্রায় ৩৩ দিন হাসপাতালে কাটিয়ে করোনাকে জয় করে বাড়ি ফিরেছিলেন তিনি।
হাসপাতালে সূত্রে জানা যায় শ্বাসকষ্টজনিত সমস্যা ছিল তাঁর।তাঁর প্রথম প্রকাশিত গ্রন্থ ‘জঙ্গলমহল’।
একের পর এক কালজয়ী উপন্যাসে সমৃদ্ধ করেছেন বাংলা সাহিত্যকে। তাঁর বিখ্যাত ঋজুদা সিরিজের বই ‘ঋজুদার সঙ্গে জঙ্গলে’ প্রকাশিত হয় ১৯৭৩ সালে।
এ ছাড়াও ‘মাধুকরী’, ‘হলুদ বসন্ত’, ‘একটু উষ্ণতার জন্য’, ‘বাবলি’, ‘কুমুদিনী’– সহ তাঁর কালজয়ী সৃষ্টি পাঠকমনে দাগ কেটে গিয়েছে। চলে গেলেন তিনি। রয়ে গেল তাঁর কাজ… তাঁর অফুরন্ত সৃষ্টি