উদ্ধার হল ২২ বছরের নিখোঁজ সাংবাদিকের (Journalist) দগ্ধ মৃতদেহ। বিহারের মধুবনি জেলায় শুক্রবার সন্ধেবেলায় তাঁর দেহ উদ্ধার করা হয়। NDTV-র রিপোর্ট অনুযায়ী, মঙ্গলবার রাত থেকে নিখোঁজ ছিলেন ওই সাংবাদিক। রাস্তার ধারে তাঁর দেহ দগ্ধ অবস্থায় উদ্ধার হয়।
মৃত সাংবাদিকের নাম অবিনাশ ঝা (Avinash Jha)। স্থানীয় নিউজ পোর্টালে কাজ করতেন তিনি। ফেসবুক পোস্টে কিছু জাল ওষুধের দোকানের নাম ফাঁস করেন সাংবাদিক অবিনাশ ঝাঁ। তাঁর ওই পোস্টের ফলে অনেক দোকানের মোটা অঙ্কের জরিমানা হয়। কিছু দোকানের ব্যবসাও খারাপ হয়। এর ঠিক দুদিন পর থেকেই নিখোঁজ হন ওই সাংবাদিক।
বেশ কয়েকদিন ধরেই হুমকি ফোন পেতেন অবিনাশ ঝাঁ। মোটা অঙ্কের টাকার লোভও দেখানো হয়েছিল তাঁকে। NDTV-র রিপোর্ট অনুযায়ী, মঙ্গলবার রাত ১০টার সময় তাঁকে শেষবার দেখা গিয়েছে।