রাজ্যের চারটি বিধানসভা আসনে উপনির্বাচনের ফলপ্রকাশ আজ৷ শান্তিপুরে ১৭ রাউন্ড, গোসাবায় ১৬ রাউন্ড, দিনহাটায় ১৯ রাউন্ড, খড়দহে ১৬ রাউন্ড গণনা হবে।
বিধানসভা নির্বাচনে এই চারটি আসনের মধ্যে দু'টিতে জয় পেয়েছিল তৃণমূল। গোসাবা এবং খড়দহ ছিল শাসকদলের দখলে। জয়ী প্রার্থীদের মৃত্যুতে ওই দুই কেন্দ্রে উপনির্বাচন হয়েছে।
দিনহাটা এবং শান্তিপুরে জয় পেয়েছিল বিজেপি। জয়ী হন দুই সাংসদ নিশীথ প্রামানিক এবং জগন্নাথ সরকার। তাঁরা বিধায়ক পদ ছাড়ায় ওই দুই আসনে হয় উপনির্বাচন।
ভবানীপুর সহ তিন কেন্দ্রে উপনির্বাচনে নজরকাড়া সাফল্য পেয়েছে তৃণমূল। আজ জানা যাবে বাকি চার কেন্দ্রের ফল।