কালীপুজোয় সব রকমের বাজি নিষিদ্ধ করল কলকাতা হাইকোর্ট। শুক্রবার এই মর্মে রায় দিয়েছে আদালত।
করোনা আবহেই শুরু হয়েছে দীপাবলির প্রস্তুতি। হাই কোর্টের নির্দেশ, এই উৎসবে কোনও বাজি ব্যবহার করা যাবে না। শুধুমাত্র প্রদীপ জ্বালানো যেতে পারে।
আদালতের পর্যবেক্ষণ, শুধুমাত্র প্রদীপ ও মোমবাতি জ্বেলেই দীপাবলি, ছট, কিংবা গুরু নানকের জন্মদিনের মতো উৎসব পালন করতে হবে।
Kali Puja: কালীপুজোয় বাজিতে নিষেধাজ্ঞা চেয়ে মামলার আবেদনে অনুমতি আদালতের
বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য বলেন, ‘‘করোনার তৃতীয় ঢেউ আশঙ্কা রয়েছে। এই অবস্থায় বাজি পোড়ানো, বিক্রি করার অনুমতি দেব কী ভাবে? বৃহত্তর মানুষের স্বার্থের কথা ভেবে এই সিদ্ধান্ত। ক্রেতা, বিক্রেতা, প্রস্তুতকারী সংস্থা— সবার কথা ভাবতে হবে।’’