স্কুল সার্ভিস কমিশনের সচিবকে তীব্র ভৎর্সনা কলকাতা হাইকোর্টের। চতুর্থ শ্রেণির কর্মী নিয়োগের দুর্নীতি মামলায় SSC সচিবকে তিরস্কার করল হাইকোর্ট। দুপুর তিনটের মধ্যে কমিশনকে সব তথ্য আদালতে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার মামলার শুনানিতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, "দুপুর তিনটের মধ্যে সব তথ্য আদালতে দিতে হবে। কোনও সময় দেওয়া হবে না। প্রয়োজনে সিআইএসএফ, আইবি, সিবিআই অফিস ঘিরে থাকবে।" এই নিয়োগের পিছনে কে আছে, কেন নিয়োগ করা হয়েছে, কোন পদ্ধতিতে নিয়োগ হয়েছে, তা জানতে চেয়েছে আদালত।
নিয়োগে দুর্নীতি প্রমাণিত হলে সিবিআই তদন্ত করা হবে মঙ্গলবারই হুঁশিয়ারি দেয় আদালত। এদিন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, "কমিশনের কোনও কর্মীকে বাইরে যেতে দেওয়া হবে না। সিবিআই পাঠিয়ে কম্পিউটারের সব তথ্য খতিয়ে দেখা হবে।" কমিশনের সচিব আদালতে জানান, নর্দান আঞ্চলিক অফিস এই নিয়োগের বেনিয়ম করেছিল।