ভারতীয় নোটে নেতাজি সুভাষচন্দ্র বসুর (Netaji Subhash Chandra Bose) ছবি ব্যবহার করা হোক। এই মর্মে আদালতের দ্বারস্থ হলেন এক নবতিপর স্বাধীনতা সংগ্রামী। পাশাপাশি, নেতাজি সুভাষচন্দ্র জীবিত না মৃত, সেই সম্পর্কে বিশদ তথ্য জানাক কেন্দ্রীয় সরকার, এই আর্জিও জানিয়েছেন তিনি।
মামলার প্রেক্ষিতে ভারতীয় টাকায় (Indian currency Note) নেতাজি সুভাষচন্দ্র বসুর (Netaji Subhas Chanrda Bose) ছবি ব্যবহার করা যায় কি না, কেন্দ্রের কাছে উত্তর চাইল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। নোট-সংক্রান্ত জিজ্ঞাসার পাশাপাশি প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ কেন্দ্রের কাছে উত্তর চেয়েছে নেতাজি সুভাষ চন্দ্র বসু জীবিত না মৃত, সেই তথ্যও জানাতে। আগামী ৮ সপ্তাহের মধ্যে হলফনামা জমা দিয়ে এই দুই প্রশ্নের উত্তর চেয়েছে কলকাতা হাইকোর্ট।
BJP: পুরভোটে কেন্দ্রীয় বাহিনী চেয়ে মামলা বিজেপির, শুনানি আজ
৯৫ বছরের স্বাধীনতা সংগ্রামী হরেন বাগচী বিশ্বাস নেতাজি জীবিত না মৃত জানতে চেয়ে এবং ভারতীয় নোটে সুভাষ চন্দ্র বসুর ছবি ব্যবহারের দাবিতে আদালতে মামলা করেছেন।