অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে সায়নী ঘোষ, গত কয়েক মাসে একের পর এক তৃণমূল নেতার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে ত্রিপুরায় )৷ এ বার সেই তালিকায় যুক্ত হল ফিরহাদ হাকিমের (Firhad Hakim) নাম৷
ত্রিপুরার সোনামুড়ায় ফিরহাদ হাকিমের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগে মামলা দায়ের। ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের উদ্দেশে কটূক্তি করারও অভিযোগও রয়েছে ফিরহাদের বিরুদ্ধে।
বিজেপি নেতার দায়ের করা মামলায় তদন্ত শুরু করেছে ত্রিপুরা পুলিশ। যদিও এ ব্যাপারে ফিরহাদ হাকিমের কোনও প্রতিক্রিয়া মেলেনি এখনও।