নারদ মামলার তদন্ত থেকে বাদ যাবে প্রয়াত মন্ত্রী এবং প্রবীণ নেতা সুব্রত মুখোপাধ্যায়ের নাম৷ CBI এবং ED-র নথি থেকে প্রয়াত নেতার নাম মুছে দেওয়া হবে।
নারদ কাণ্ডে অভিযুক্তদের বিরুদ্ধে হিসাব বর্হিভূত আয়ের মামলা হওয়ার সম্ভাবনা রয়েছে। তদন্ত শেষ হওয়ার পরে অভিযুক্তের মৃত্যু হলে সম্পত্তির ক্ষেত্রে ব্যবস্থা নেওয়ার রেওয়াজ আছে। কিন্তু তদন্ত চলাকালীন কারো মৃত্যু হলে সব রকমের পদক্ষেপ বন্ধ করে দেওয়া হয়৷
Roopa Ganguly: রূপা গঙ্গোপাধ্য়ায়ের ব্যক্তিগত অভিমত, কুরুচিকর পোস্ট নিয়ে জানালেন শমীক
নারদ কাণ্ডে সিবিআই-এর মামলায় জামিনে ছিলেন সুব্রত। তাঁকে কয়েক মাসে আগে গ্রেফতারও করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইডির আইনজীবী জানিয়েছেন, যেহেতু তদন্তে উঠে আসা তথ্য নিয়ে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা যাবে না, তাই তাঁর নাম বাদ যাবে।