শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, জলসম্পদ উন্নয়নমন্ত্রী মানস ভুঁইয়ার পর এবার আইকোর চিটফান্ড মামলায় মদন মিত্রকে জিজ্ঞাসাবাদ সিবিআই-এর। মদনের ছেলে স্বরূপ মিত্রকে মঙ্গলবার জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে। সোমবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে কামারহাটির তৃণমূল বিধায়ককে সকাল সোওয়া ১১টা থেকে দুপুর সোওয়া ১টা পর্যন্ত প্রায় ২ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়।
সিবিআই সূত্রে খবর, নেতাজি ইন্ডোরে আইকোর সংস্থার একটি অনুষ্ঠানে হাজির ছিলেন মদন মিত্র। এ সংক্রান্ত একটি ভিডিও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে এসেছে। যদিও আগেই মদন মিত্র জানিয়েছিলেন, তদন্তের স্বার্থে তাঁকে যেখানেই ডাকা হবে, সেখানেই তিনি যাবেন । নেতাজি ইন্ডোরে আইকোরের অনুষ্ঠানে ছিলেন মদন। অনুষ্ঠানের ভিডিওতে তাঁর ছবি দেখা যায়। সেই ছবির সূত্র ধরেই মদনকে তলব করেছে কেন্দ্রীয় এজেন্সি। তিনি কেন গিয়েছিলেন, কে আমন্ত্রণ জানিয়েছিল তাঁকে? আইকোর কর্তা অনুকূল মাইতির সাথে কতবার বৈঠক হয়েছে? তিনি চিনতেন কিনা, কোনও আর্থিক লেনদেন হয়েছিল কিনা। রেকর্ড করা হয় তাঁর বয়ান।