নৈহাটিতে ভোট পরবর্তী রাজনৈতিক হিংসার তদন্তে বিজেপি (BJP) কর্মী সন্তু মণ্ডলের বাড়িতে গেল সিবিআই টিম (CBI)। অভিযোগ, তৃণমূল (TMC) আশ্রিত দুষ্কৃতীরা বেধড়ক পেটায়। পরে হাসপাতালে মারা যান এই বিজেপি কর্মী।
মঙ্গলবার নৈহাটির ২৪ নম্বর ওয়ার্ডে সন্তু মণ্ডলের বাড়িতে আসে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার একটি টিম। পরিবারের লোকজনকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়।সন্তু মণ্ডলে বিজেপি করতেন তাই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাঁকে বাড়ির সামনে বেধড়ক মারধর করে, এমনটাই অভিযোগ সন্তু মণ্ডলের পরিবারের । আশঙ্কাজনক অবস্থায় বিজেপি কর্মীকে নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে করোনা ধরে পড়ে তাঁর। পরে নৈহাটি থেকে এনে তাঁকে কামারহাটির সাগরদত্ত হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই মৃত্যু হয় সন্তু মণ্ডলের।