কলকাতা পুরভোটে (KMC Election 2021) কি কেন্দ্রীয় বাহিনী নামবে! শনিবারের মধ্যে তা জানিয়ে দেবে কলকাতা হাইকোর্ট (Kolkata High Court)। পুরভোটে বাহিনী নিয়ে শুক্রবার কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি চলে।
এদিন আদালতে কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেলকে হাইকোর্টের প্রধান বিচারপতি প্রশ্ন করেন, "এখন বাহিনী আনা কি সম্ভব!" আদালতকে জানানো হয়, ছয় ঘণ্টার মধ্যেই বাহিনী আনা সম্ভব। কিন্তু বিশাল সংখ্যক বাহিনী আনা সম্ভব নয়। অতিরিক্ত সলিসিটর জেনারেল জানান, "সিআরপিএফ-সহ বিভিন্ন বাহিনীর সঙ্গে আলোচনা করে বিষয়টি তিনি বলতে পারবেন। চাহিদা মতো কেন্দ্রীয় বাহিনী দিতে তাঁরা প্রস্তুত। নির্বাচনের কাজে সরাসরি কেন্দ্রীয় বাহিনীকে যুক্ত করা না হলেও, এলাকা টহলদারিতে মোতায়েন করা যেতে পারে।"
আরও পড়ুন: সপ্তাহান্তে তিলোত্তমা দখলের লড়াই, ওজনদার চেনা মুখ কারা?
বাহিনী নিয়ে সঠিক তথ্য দিতে না দিতে পারায় রাজ্য নির্বাচন কমিশনকে তিরস্কার করেন হাইকোর্টের প্রধান বিচারপতি। তিনি কমিশনের আইনজীবীর কাছে জানতে চান, ভোটাররা ভোট দিতে এগিয়ে না এলে, তার জন্য কী ব্যবস্থা করেছে কমিশন। কমিশনের আইনজীবী জানান, ১০ হাজারের বেশি সশস্ত্র পুলিশ মোতায়েন করা হয়েছে। যদিও কমিশনের এই উত্তরে সন্তুষ্ট হয়নি আদালত। এদিন প্রধান বিচারপতি বলেন, "আপনারা কি এই মামলাটিকে গুরুত্বপূর্ণ বলে মনে করেন না?" অবশেষে কমিশনের আইনজীবী জানান, কলকাতা পুরভোটে ১১ হাজার ৯৯৭ সশস্ত্র পুলিশ মোতায়েন করা হয়েছে । ১০ হাজার ৬২৪ জন অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হচ্ছে।