উৎসবের মরসুমে দেশে বাড়ছে করোনা সংক্রমণ। এই পরিস্থিতিতে রাজ্যগুলিকে সতর্ক করল কেন্দ্র। সব রাজ্যে যাতে করোনা সংক্রমণ-রোধী বিধি-নিষেধ মেনে চলা হয়, তা নিশ্চিত করতে বলা হয়েছে। শনিবার এই মর্মে একটি উপদেশাবলী জারি করা হয় কেন্দ্রের তরফে। তাতে অনলাইন শপিংয়ের ওপর জোর দিতে বলা হয়। প্রয়োজন ছাড়া এদিক-ওদিক যাতায়াত করতে নিষেধ করা হয়েছে।
আগামী মাসেই রয়েছে দীপাবলি এবং ঈদের মতো উৎসব। তার প্রেক্ষিতেই এই নির্দেশাবলী।
সরকার যেগুলি করতে বলেছে-
উৎসবের মরসুমে অনলাইন শপিং করুন।
অকারণে এদিক ওদিক যাতায়াত করবেন না।
উৎসবে আনন্দ করার সময় অবশ্যই কোভিড গাইডলাইন মেনে চলুন।
যেসব জায়গায় ৫ শতাংশের বেশি টেস্টের রিপোর্ট পজিটিভ আসছে, সেইসব কন্টেনমেন্ট জোন ও জেলায় জমায়েত করবেন না।
আগাম অনুমতি নিয়ে সীমিত সংখ্যক মানুষের উপস্থিতিতে জমায়েত করা যাবে।
রাজ্য সরকারের উচিত আগাম নির্দেশিকা জারি করা।
মল, স্থানীয় বাজার ও পুজোর জায়গায় কঠোরভাবে বিধি-নিষেধ মেনে চলতে হবে।
কোভিড ম্যানেজমেন্টের ৫দিক মেনে চলুন- টেস্ট, ট্র্যাক, ট্রিট, ভ্যাকসিনেট ও কোভিড-বিহেভিয়ার।
জেলা প্রশাসনকে কড়া নজরদারি চালাতে হবে।