কেন্দ্রীয় সরকারের সপ্তম বেতন কমিশন অনুসারে কর্মীদের গ্র্যাচুইটি ও ছুটির বিনিময়ে পাওয়া অর্থ বিপুল পরিমাণে বাড়তে চলেছে। ২০২০ সালের ১ জানুয়ারি থেকে ২০২১ এর জুলাইয়ের মধ্যে যারা অবসর গ্রহণ করেছেন, তাঁরাই এই সুবিধে পাবেন। সম্প্রতি কেন্দ্রীয় সরকারের তরফে একটি বিশেষ বার্তা দেওয়া হয়েছে, যে খানে এই বিষয়টি বিস্তারিত জানিয়েছে সরকার।
কোনও কেন্দ্রীয় সরকারী কর্মীর অবসরের সময় বেসিক বেতন ৪০ হাজার টাকা হলে, এবং তিনি যদি ১১ শতাংশ বর্ধিত মহার্ঘভাতা পান, তাহলে এই ক্ষেত্রে পাওয়া অর্থের পরিমাণ পৌঁছতে পারে ১ লক্ষ ১৭ হাজার টাকায়। কিন্তু ওই হিসেবে বেতন যদি আড়াই লক্ষ টাকা হয়, তাহলে ওই অর্থের পরিমাণ পৌঁছে যেতে পারে ৭ লক্ষ টাকায়।