করোনা পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আসেনি। সে কথা মাথায় রেখেই ৩১ অগস্ট পর্যন্ত দেশ জুড়ে করোনা সংক্রান্ত গাইডলাইনের মেয়াদ বাড়াল স্বরাষ্ট্র মন্ত্রক।
বুধবার কেন্দ্রের তরফে এই নির্দেশিকা দেওয়া হয়েছে। একইসঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে দেশের সব রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলগুলিকে চিঠি লিখে জানিয়েছে যাতে করোনা বিধির ক্ষেত্রে কোনও ছাড় না দেওয়া হয়। বিশেষত যে সব জেলায় করোনা সংক্রমণের হার অনেকটাই বেশি, সেখানে নজর রাখার কথা বলা হয়েছে।
এর আগে ৩১ জুলাই পর্যন্ত এই গাইডলাইনের মেয়াদ বাড়ানো হয়েছিল