উৎসব শেষে, রাজ্যে লাফিয়ে বেড়ে চলা সংক্রমণ বৃদ্ধি নিয়ে উদ্বেগ উঠে এল কেন্দ্রের চিঠিতে। গত একমাসে দেশের মোট করোনা (Corona) আক্রান্তের ৩.৪ শতাংশ এবং মৃত্যুর ৪.৭ শতাংশ পশ্চিমবঙ্গের। রাজ্যের স্বাস্থ্যসচিবকে পাঠানো কেন্দ্রীয় স্বাস্থ্যসচিবের চিঠিতে তুলে ধরা হয়েছে কলকাতার (Kolkata) ভয়ঙ্কর অবস্থার কথা।
উৎসবের মরসুমে লাগামছাড়া উদযাপন, অসচেতনতার সেই ছবি এখনও জারি রয়েছে রাজ্যে। বহু মানুষই এখনও মাস্কহীনভাবেই ঘুরে বেড়াচ্ছেন রাস্তাঘাটে। রাজ্যের বিভিন্ন জায়গায় বাধ্য হয়েই প্রশাসনকে কড়া হাতে দমন করতে হচ্ছে সেইসব মাস্কহীনদের। ইতিমধ্যেই রাজ্যজুড়ে ঘোষণা করা হয়েছে বেশ কয়েকটি মাইক্রো কনটেইনমেন্ট জোন।
নতুন সংক্রমণের পাশাপাশি, কলকাতায় সংক্রমণের হার বেড়ে যাওয়ার প্রসঙ্গ উল্লেখ করে সতর্ক করা হয়েছে রাজ্যকে। চিঠিতে অভিযোগ করা হয় পরীক্ষা, রোগ নির্ণয়, ভ্যাকসিনেশনও ঠিকমতো হচ্ছে না বাংলায়। উৎসবের মরশুমে আরও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়।