কেন্দ্রীয় সরকার বৃহস্পতিবার জানিয়েছে যে, দেশের প্রাপ্তবয়স্ক জনসংখ্যার মাত্র ৬৯% কোভিড-১৯ ভ্যাকসিনের কমপক্ষে একটি ডোজ পেয়েছে এবং ২৫% উভয় ডোজ গ্রহণ করেছে।
সরকারের মতে, মোট ৬৭.৪ লক্ষ ডোজ টিকা এমন কেন্দ্রে দেওয়া হয়েছে গ্রামীণ বা শহুরে হিসেবে চিহ্নিত নয়। পাশাপাশি আরও জানা গেছে যে জনসংখ্যার দ্রুত ঘনত্ব বৃদ্ধি কোভিড-১৯ ছড়িয়ে পড়ার সম্ভাবনা বাড়ায়। তখন অযথা ভিড় না করা, ঘুরতে না যাওয়া বা খুব সতর্ক হয়ে উৎসবে মেতে ওঠাই বিচক্ষণতার পরিচয় দেবে। এছাড়াও সরকারের মতে, কোভিড-১৯ পরীক্ষার সংখ্যা হ্রাস পায়নি এবং দেশে প্রতিদিন ১৫ থেকে ১৬ লক্ষ মানুষের পরীক্ষা করা হচ্ছে।