উৎসবের মরশুমে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে রাখার জন্য রাজ্যগুলিকে সতর্ক করল স্বরাষ্ট্র মন্ত্রক। দেশজুড়েই করোনার বিধিনিষেধ বাড়ানো হল ৩১ অক্টোবর পর্যন্ত।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা, প্রতিটি রাজ্যের মুখ্যসচিবদের দেওয়া চিঠিতে লিখেছেন, উৎসবের আবহে করোনার সংক্রমণ যাতে বৃদ্ধি না পায়, তার জন্য স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দিক রাজ্য।
দেশে করোনা গ্রাফ নিম্নমুখী হলেও স্থানীয় স্তরে সংক্রমণ হচ্ছে। তাই উৎসবের আয়োজন করতে হবে স্বাস্থ্যবিধি মেনে। কোনও জায়গাতেই যেন জনসমাগম বেশি না হয়, তার দিকে নজর দিতে হবে। সেই সঙ্গে বাড়াতে হবে টিকাকরণের গতি, এমনই নির্দেশ কেন্দ্রের।