দক্ষিণ আফ্রিকায় করোনার (Covid 19)নতুন প্রজাতির ভাইরাস (New Variant Virus) নিয়ে রাজ্যগুলোকে সতর্ক করে চিঠি দিল কেন্দ্র (Center)। দক্ষিণ আফ্রিকা (South Africa), হংকং (Hongkong) ও বৎসোয়ানা (Botswana) থেকে আসা যাত্রীদের ওপর বিশেষ নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে।
দক্ষিণ আফ্রিকায় কোভিডের এই নতুন প্রজাতি অনেক গুণ বেশি শক্তিশালী। কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ সবকটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে সতর্ক করেছেন। রাজ্যগুলোকে বিমানবন্দরে বিশেষ নজরদারির নির্দেশ দিল কেন্দ্র। এই ভাইরাস ভারতে হানা দিলে বিপদে পড়তে পারেন দেশের নাগরিকরা। জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব।
করোনার এই নতুন প্রজাতির ভাইরাসের নাম B.1.1.529। বৎসোয়ানাতে প্রথম এই ভাইরাস দেখা যায়। দক্ষিণ আফ্রিকায় এই ভাইরাস সম্প্রতি হানা দিয়েছে।