করোনায় মৃত্যু (corona death)হলে তার ডেথ সার্টিফিকেট (death certificate)তৈরি নিয়ে জটিলতা কাটাতে উদ্যোগী গল কেন্দ্র। এনিয়ে একটি নির্দেশিকা তৈরি করেছে কেন্দ্র।
দেশের শীর্ষ আদালতকে (supreme court) জানিয়েছে , স্বাস্থ্য মন্ত্রক এবং ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ কোভিড-সংক্রান্ত মৃত্যুর জন্য এবার অফিসিয়াল ডকুমেন্ট জমা করার নির্দেশিকা তৈরি করেছে।নির্দেশিকায় বলা হয়েছে, , আরটি-পিসিআর পরীক্ষা, অ্যান্টিজেন পরীক্ষ,বা হাসপাতালে করোনা পরীক্ষার পজিটিভ রিপোর্ট থাকলেই তাকে করোনা রোগী হিসাবে ধরা হবে।
বিষক্রিয়া, আত্মহত্যা, দুর্ঘটনাজনিত কারণে মৃত্যুর ঘটনাকে কোভিড মৃত্যু হিসাবে গন্য করা হবে না।আইসিএমআর-এর একটি গবেষণায় দেখা গেছে করোনা আক্রান্ত হওয়ার ২৫ দিনের মধ্যেই ৯৫ শতাংশ রোগীর মৃত্যুর ঘটনা ঘটেছে। নির্দেশিকায় বলা হয়েছে করোনা আক্রান্ত হওয়ার ৩০দিনের মধ্যে যদি রোগীর মৃত্যু হয় তবেই সেই মৃত্যুকে করোনায় মৃত্যু হিসাবে চিহ্নিত করা হবে। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরেও যদি ৩০ দিনেপ মধ্যে রোগীর মৃত্যু হয়,সেক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য হবে।