মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পর এবার বহরমপুরে অধীর-গড়ে দাঁড়িয়ে কংগ্রেস-বিজেপি সমঝোতার ইঙ্গিত দিলেন চন্দ্রিমা ভট্টাচার্য। বিধানসভা ভোটে কংগ্রেসের গড়ে বিজেপি কীভাবে জিতল? তাহলে কী কোথাও সমঝোতা হয়েছিল? এই প্রশ্ন তুললেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী। আসন্ন পুরভোট নিয়ে রবিবার বহরমপুরে কর্মশালার আয়োজন করে তৃণমূল। সেখানেই কংগ্রেসকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন চন্দ্রিমা ভট্টাচার্য। কর্মশালায় ছিলেন মন্ত্রী সুব্রত সাহা, আখতারুজ্জামান, সাবিনা ইয়াসমিন। এছাড়া ছিলেন তৃণমূল সাংসদ আবু তাহের খান, খলিলুর রহমান, অসিত মাল।
চন্দ্রিমার মন্তব্যের পাল্টা জবাব দিয়েছেন মুর্শিদাবাদ জেলা কংগ্রেস মুখপাত্র জয়ন্ত দাস। তিনি বলেছেন, শুধু মুর্শিদাবাদ জেলা কেন, সারা দেশজুড়েই কংগ্রেস বিজেপির বিরুদ্ধে লড়েছে। সেজন্যই ক্ষমতায় আসতে বিজেপির ১০০ বছর সময় লেগেছে।
সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলাতেও শোনা গিয়েছে কংগ্রেসের সমালোচনা। সম্প্রতি তিনি কংগ্রেসের সঙ্গে সিপিআইএম বা আইএসএফের জোটের প্রসঙ্গ তুলে তীব্র আক্রমণ করেন কংগ্রেসকে। এবার চন্দ্রিমাও কংগ্রেসকে নিশানা করলেন।