দেশে ফিরতেই দুর্দান্ত উপহার পেলেন অলিম্পিক্সে রুপোর পদক জয়ী মীরাবাই চানু।
তাঁকে পুলিশের এএসপি(অ্যাডিশনাল সুপারিন্টেনডেন্ট অফ পুলিশ) করার কথা ঘোষণা করল মণিপুর সরকার। সোমবারই টোকিয়ো থেকে দিল্লি ফেরেন ভারতের এই ভারোত্তোলক।
বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন প্রচুর মানুষ।রেলের টিকিট পরীক্ষক হিসেবে এর আগে কাজ করতেন চানু।আগেই চানুকে এক কোটি টাকা পুরষ্কার দেওয়ার কথা ঘোষণা করেছিল মণিপুর সরকার।
আর এবার চাকরিতে পদোন্নতি