রিয়াল মাদ্রিদকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পৌঁছল চেলসি৷ বুধবার রাতে স্ট্যামফোর্ড ব্রিজে রিয়াল মাদ্রিদকে ২-০ হারিয়ে তৃতীয়বার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ‘দ্য ব্লুজ’৷ ফাইনালে ম্যাঞ্চেস্টার সিটি-র সামনে চেলসি৷ অর্থাৎ এবার অল-ইংল্যান্ড ক্লাব চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল৷ স্ট্যামফোর্ড ব্রিজে বুধবার ইতিহাস গড়ল চেলসি এবং তাদের ম্যানেজার টমাস টুখেল৷ এবার চেলসির কোচের দায়িত্ব নিয়ে দলকে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে তুললেন টুখেল৷এ নিয়ে তৃতীয়বার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠল চেলসি।ভেরনারের গোলে চেলসি এগিয়ে যাওয়ার পর শেষ দিকে ব্যবধান বাড়ান ম্যাসন মাউন্ট। পুরো ম্যাচে আধিপত্য ছিল চেলসির৷