নীরজ চোপড়াকে (Neeraj Chopra) স্পেশাল জার্সি উপহার দিল চেন্নাই সুপার কিংস (CSK)। রবিবার নয়াদিল্লিতে অলিম্পিকে (Olympics) সোনা জয়ী অ্যাথলেটের হাতে এক কোটি টাকা ও স্পেশাল জার্সি উপহার তুলে দেওয়া হয়। অলিম্পিকে নীরজ জ্যাভলিনে ৮৭.৫৮ মিটার থ্রো করে সোনা জেতেন। সেই নম্বরই লেখা তাঁরা স্পেশাল জার্সিতে।
রবিবার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিএসকের সিইও কাশী বিশ্বনাথন। এই জার্সির ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করে ধন্যবাদ জানান নীরজও। টোকিও অলিম্পিকে (Tokyo Olympics 2020) সোনা জয়ের পর ভারতীয় স্পোর্টসের পোস্টার বয় হয়ে গিয়েছেন নীরজ। ২০০৮ সালে অলিম্পিকে শেষ বার দেশকে সোনা এনে দেন অভিনব বিন্দ্রা (Abhinav Bindra)। নীরজের হাত ধরেই দ্বিতীয় সোনার পদক আসে ভারতে।
অলিম্পিকে সোনাজয়ী নীরজ চোপড়াকে গোল্ড এডিশন গাড়ি উপহার মাহিন্দ্রার
সোশাল মিডিয়ায় নীরজ লেখেন, খুবই ভালো লাগছে। আমি আপ্লুত। গত দুমাস খুবই পরিশ্রম গিয়েছে। অনেক কিছু অভিজ্ঞতা হয়েছে। সোনা জয়ের পর দেশের মানুষের এত ভালোবাসা পাব, ভাবিনি। সম্পূর্ণ অপ্রত্যাশিত। আমি ভবিষ্যতের জন্য আরও পরিশ্রম করব।