রাজ্যের বিভিন্ন জেলায় চলছে ছট পুজোর বিসর্জন। কোথাও কোথাও উঠল বেনিয়মের অভিযোগ।
পানাগড় বাজারে রেল পুকুরে ছট পুজো সুষ্ঠ ভাবে সম্পূর্ণ হলো । পুজো কমিটি, রেল পুলিশ ও কাঁকসা থানার পুলিশ সম্পুর্ন ভাবে নজরদারির মধ্যে দিয়ে ছট পুজো সম্পূর্ণ হয়। পানাগড় বাজারের এই ছটপুজো ৫২ বছর পেরল। আগে বিহারের বাসিন্দারা শুরু করলেও এখন সকল সম্প্রদায়ের মানুষ এই ছট পুজোতে অংশগ্রহণ করেন। এই ছট পুজো ঘিরে এলাকার মানুষদের উৎসাহ থাকে বেশি
করোনা বিধিনিষেধ অমান্য করে দুর্গাপুর দামোদর নদে বিসর্জন ঘাটে বৃহস্পতিবার ছট পুণ্যার্থীদের উপচে পড়া ভিড় হয়। যদিও দুর্গাপুর পুরসভা, আসানসোল - দুর্গাপুর পুলিস প্রশাসন ছট কমিটিগুলিকে ও ভক্তদের করোনা বিধিনিষেধ রক্ষা করতে সতর্কতা জারি করেছিল। পুরসভা থেকে কমিটিগুলিকে মেডিকেল কিট দেওয়া হয়।
Jagaddhatri Puja: বাংলায় কীভাবে চালু হল জগদ্ধাত্রী পুজো, জানুন ইতিহাস
ছট পুজোর ঘাটগুলিতে দূর্ঘটনা এড়াতে পুলিস মোতায়ন করা হয়েছিলো। পাশাপাশি বিসর্জন ঘাটে দামোদর নদে স্পিড বোট ও নৌকা নামানো হয়। কিন্তু উপচে পড়া এদিনের ভিড়ে ফের করোনা সংক্রমণ বাড়ার আশঙ্কা তৈরি হল।
দামোদর নদ