করোনা যুদ্ধে ভারতের পাশে চিন। চিন থেকে একদিনে ভারতে এল সাড়ে তিন হাজারের বেশি অক্সিজেন কনসেনট্রেটর। রবিবার দিল্লি বিমানবন্দরে চিন থেকে ৩ হাজার ৬০০টি অক্সিজেন কনসেনট্রেটর এসে পৌঁছেছে। যা এখনও পর্যন্ত সর্বাধিক। প্রায় ১০০ টন ওজন নিয়ে চিনের হাংজহো বিমানবন্দর ছেড়েছিল বোয়িং ৭৪৭-৪০০ বিমানটি। রবিবার বিকেল ৩ টা ৫৫ মিনিটে সেটি দিল্লি বিমানবন্দরে নামে।আগামী সপ্তাহে আরও কয়েকটি কনসেনট্রেটর চিন থেকে আসবে বলে জানা গেছে।