করোনা যুদ্ধে ভারতের থেকে মুখ ঘোরাল চিন। চিনা সরকার পরিচালিত উড়ান সংস্থা সিচুয়ান এয়ারলাইন্স ভারতের সঙ্গে পণ্যবাহী বিমান যোগাযোগ আগামী ১৫ দিনের জন্য বন্ধ করে দিল। এর জেরে অক্সিজেন কনসেনট্রেটর-সহ চিকিৎসার একাধিক সামগ্রীর অভাব হতে পারে বলে আশঙ্কা করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞদের একাংশ। সিচুয়ান এয়ারলাইন্সের অধীনস্ত সংস্থা সিচুয়ান চুয়ানহ্যাং লজিস্টিক কর্পোরেশন লিমিটেড সোমবার এক চিঠিতে জানিয়েছে জিয়ান থেকে দিল্লি-সহ মোট ছ’টি রুটে পণ্যবাহী বিমান পরিষেবা বন্ধের কথা। ১৫ দিন পর এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হবে বলে জানিয়েছে চিনা সংস্থাটি।