দেশে মডার্নার কোভিড-১৯ ভ্যাকসিন আমদানির ক্ষেত্রে ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া (ডিসিজিআই)-র অনুমোদন পেল সিপলা। এ ব্যাপারে শীঘ্রই সরকারিভাবে ঘোষণা হবে বলে জানা গেছে। দেশে নিয়ন্ত্রিত আপৎকালীন ব্যবহারের জন্য মডার্নার করোনা ভ্যাকসিন দেশে আমদানির ব্যাপারে সিপলাকে অনুমতি দেওয়া হয়েছে বলে জানা গেছে।
উল্লেখ্য, এই অনুমোদনের ফলে ভারত বায়োটেকের কোভ্যাক্সিন, সিরাম ইনস্টিটিটিউটের কোভিশিল্ড ও রাশিয়ার স্পুটনিক ভি-র পর চতুর্থ ভ্যাকসিন হিসেবে এ দেশে এই টিকা দেওয়া হবে। মডার্নার ভ্যাকসিন করোনা ভাইরাসের সঙ্গে যুঝতে ক্ষেত্রে ৯০ শতাংশ কার্যকরী বলে দাবি করছে প্রস্তুতকারী সংস্থা। ফাইজারের মতো মডার্নাও এমআরএনএ ভ্যাকসিন। তসম্প্রতি ফাইজার সিইও অ্যালবার্ট বউরলা বলেছিলেন যে, তাদের ভ্যাকসিন খুব শীঘ্রই ভারতে পাওয়া যাবে। কারণ, অনুমোদনের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে।