চোর সন্দেহে যুবককে মাটিতে ফেলে মার সিভিক ভলান্টিয়ারের। এমন অমানবিক দৃশ্যের সাক্ষী থাকল শহর কলকাতা।
ভিডিওতে দেখা গিয়েছে, এক্সাইড মোড়ে রাস্তার উপর এক যুবক পড়ে রয়েছে। বুট পরা অবস্থায় একটি পা তার বুকের উপর তুলে দাঁড়িয়ে রয়েছেন এক সিভিক ভলান্টিয়ার। যুবক যতই পা সরানোর চেষ্টা করছে ততই তাকে জোর করে রাস্তায় শুইয়ে দেওয়া হচ্ছে। এই ভিডিও ভাইরাল হতেই নিন্দার ঝড় উঠতে শুরু করে।
জানা গিয়েছে, ওই ভিডিওতে দেখতে পাওয়া সিভিক ভলান্টিয়ারের নাম তন্ময় বিশ্বাস। তিনি এক্সাইড মোড়েই ডিউটি করেন। ভিডিওর সত্যতা স্বীকার করে তাঁর দাবি, মদ্যপ ওই ব্যক্তিকে সামলাতেই রাস্তায় ফেলে মারতে বাধ্য হন তিনি।
খাস কলকাতার এক্সাইড মোড় (Exide More)-এর ঘটনা। চোর সন্দেহে এক ব্যক্তিকে রাস্তায় ফেলে পা দিয়ে মারার ঘটনায় কাঠগড়ায় এক সিভিক ভলান্টিয়ার। সেই ভিডিও ভাইরাল হওয়ার পর ওই সিভিক ভলান্টিয়ারকে বরখাস্ত করা হয়েছে বলেই জানান কলকাতার পুলিশ কমিশনার সৌমেন মিত্র।
পুলিশের তরফে জানানো হয়েছে, ওই যুবকের কাছ থেকে একটি মোবাইল ও ব্যাগ উদ্ধার করা হয়েছে। পুলিশে অভিযোগ না হলেও যুবককে শেক্সপিয়র সরণি থানার হাতে তুলে দেওয়া হয়েছে।