কাজ শুরু হয়েছিল ২ মাস আগে থেকেই। অবশেষে, আজ মঙ্গলবার থেকে পুরোদমে চালু হয়ে গেল রাজ্য সরকারের ‘দুয়ারে রেশন’ প্রকল্প! ১৫ সেপ্টেম্বর থেকেই এই রাজ্যে শুরু হয়ে গিয়েছিল পাইলট প্রজেক্ট। সরকারের পক্ষ থেকে জানানো হয়, রাজ্যের ২০ হাজার ২৬৮টি রেশন দোকানেই এই পরিষেবা পাওয়া যাবে। এখন থেকে প্রতি মাসে নির্দিষ্ট দিনে রাজ্যের ১০ কোটিরও বেশি মানুষ বাড়িতে বসে রেশন পাবেন এই প্রকল্পের সৌজন্যে।
পশ্চিমবঙ্গ সরকারের প্রকল্প ‘দুয়ারে রেশন’ (Duare Ration)-এর অনুষ্ঠানে এসে সেই রেশন ডিলারদেরই প্রশংসায় ভরিয়ে দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief minister Mamata Banerjee) বলেন, ‘একজন রেশন দোকানের ডিলার গরিব নন’। রেশন দোকানের মালিকদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনাদের যথেষ্ট ক্ষমতা আছে। একজন রেশন দোকানের ডিলারকে আমরা ‘জমিদার’ ভাবতাম আগে। ১০ কোটি ৪০ লক্ষ মানুষের কাছে আপনারা খাদ্য পৌঁছে দেন’।
তাঁর কথায়, ‘আমরা এখন চালটা কিনি আমাদের চাষিভাইদের কাছ থেকে। আগের মতো মোটা, কাটা, ফাটা চাল এখন আর মানুষ পায় না। এখন চালটা ভালো দেওয়া হয়। মনে রাখবেন, অন্নদাতারা অন্ন দেয়। তাই অন্নদাতাদের অধিকার তাদের কথা বলা। এই অন্নদাতাদের জন্য আমরা অনেক কাজ করেছি’।
তিনি মঞ্চে দাঁড়িয়ে বলেন, ‘আমাদের মতো মানবিক সরকার (West Bengal government) আর পাবেন না। রাজ্যের বাইরে কারও মৃত্যু হলে, সেই মৃতদেহটা পর্যন্ত বাড়ির লোকের হাতে তুলে দিই। তবে, এর থেকে বেশি আশা করাও উচিত না’।
‘খাদ্যসাথী’ ও ‘দুয়ারে সরকার’ (Duare Sarkar) প্রকল্পের ‘সাফল্য’ নিয়েও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। জ্যোতিপ্রিয় মল্লিকের ভূমিকার প্রশংসাও শোনা যায় তাঁর মুখে।