দেবী দুর্গার মৃন্ময়ী মূর্তি দেখেই আমরা বড়ো হয়েছি। আপামর বাঙালির চোখ সয়ে গেছে মায়ের এই মৃন্ময়ীরূপেই। কিন্তু খড়, মাটির বদলে যদি লোহা বালি সিমেন্ট দিয়ে গড়ে ওঠে দেবী মা? অবাক হলেন? সত্যি সত্যি এমনই এক কংক্রিটের মূর্তি বানিয়ে সাড়া ফেলে দিয়েছেন বালুরঘাট ব্লকের ডাংগি এলাকার এক রাজমিস্ত্রি। বালুরঘাটের ডাংগি এলাকার বাসিন্দা নিতাই দাস ছোটবেলা থেকেই আঁকতে ভালোবাসেন। কিন্তু তাঁর ঐ শখে বাধা হয়ে দাঁড়ায় অর্থ। আর্থিক অনটনের কারণে ছোটবেলায় তাঁকে পড়াশোনা ছেড়ে রাজমিস্ত্রির কাজে যেতে হয়।
পড়াশোনার ফাঁকে তিনি অল্পবিস্তর আঁকা শিখেছিলেন। সেই শিক্ষাকে কাজে লাগিয়েই বিভিন্ন সময় নিতাইবাবু বানিয়েছেন বিভিন্ন দেবদেবীর মূর্তি। এবার তিনি লোহা সিমেন্ট বালি দিয়ে আস্ত দেবী দুর্গার প্রতিমা বানিয়ে তাক লাগালেন।
মূর্তি দেখে অনেকেই মূর্তি কিনতে চাইছেন। বিগত ১০-১২ দিন ধরে একটানা রাত জেগে নিতাই দাস এই মূর্তিটি বানিয়েছেন। সামগ্রিকভাবে সাহায্য করেছেন তাঁর স্ত্রী। স্বামীর তৈরি এই মূর্তি দেখে যারপরনায় খুশি তিনিও।