মশারি (Mosquito Net) নিয়ে প্রচার সারলেন প্রার্থী! শুনতে অবাক লাগলেও বুধবার সকালে আমহার্স্ট স্ট্রিটেদেখা গেল এমনই প্রচার পর্ব। কলকাতা পুরভোটের (KMC Election) আর মাত্র তিনদিন বাকি। বুধবার নির্বাচনী প্রচারে মশারি নিয়ে অভিনব প্রচার করলেন ৪৮ নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী (Congress Candidate) আশিস চট্টোপাধ্যায় (Asish Chatterjee)। তাঁর দাবি, ডেঙ্গি-ম্যালেরিয়া (Dengue-Malaria) নিয়ে কলকাতা পুরসভা ব্যর্থ। তাই মশারি নিয়েই প্রচার করছেন তাঁরা। বাড়ি বাড়ি মশারি বিলির আবেদন জানালেন তিনি।
বুধবার সকালে কলকাতা পুরসভার ৪৮ নম্বর ওয়ার্ড আমহার্স্ট স্ট্রিটে প্রচার করতে যান কংগ্রেস প্রার্থী আশিস চট্টোপাধ্যায়। তিনি প্রচারে এসে জানান, "৪৮ নম্বর ওয়ার্ডে ছোট স্বাস্থ্যকেন্দ্র আছে। বিভিন্ন জায়গা অপরিচ্ছন্ন। এই এলাকায় ম্যালেরিয়া চতুর্দিকে বাড়ছে।"
আরও পড়ুন: পুরভোটে স্থগিতাদেশ নয়, জানাল আদালত; পিছিয়ে গেল কেন্দ্রীয় বাহিনী নিয়ে শুনানি
আশিস চট্টোপাধ্যায় জানান, কেন সরকার বাড়ি বাড়ি মশারি দিচ্ছে না, তার জন্যই এই প্রচার তাঁদের।