জাতীয় রাজনীতির প্রেক্ষিতে কংগ্রেস (Congress) এবং তৃণমূলের (TMC) মধ্যে ফাটল আরও চওড়া হচ্ছে। মঙ্গলবার দেশের বেশ কিছু গুরুত্বপূর্ণ বিরোধী দলের সঙ্গে বৈঠক করলেন সনিয়া গান্ধী (Sonia Gandhi)। কিন্তু সেখানে ডাক পেল না তৃণমূল।
মঙ্গলবারের বৈঠকে ছিলেন এনসিপি (NCP) সুপ্রিমো শরদ পওয়ার, ন্যাশনাল কনফারেন্স (National Conference) নেতা ফারুক আবদুল্লা, শিবসেনা (Shiv Sena) নেতা সঞ্জয় রাউত এবং ডিএমকে (DMK) নেতা টিআর বালু। সোনিয়ার ১০, জনপথের বাসভবনে বৈঠকে বসেছিলেন তাঁরা।
Mamata in Goa: 'গোয়ার মানুষই গোয়া শাসন করবে, বিজেপির দাদাগিরি চলবে না', বললেন মমতা
কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়্গেও মঙ্গলবারের এই বৈঠকে অংশ নিয়েছিলেন। সূত্রের খবর, শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে এবং ডিএমকে সুপ্রিমো এমকে স্ট্যালিনকেও আমন্ত্রণ জানিয়েছিলেন সোনিয়া। তাঁরা না আসতে পারায় যথাক্রমে সঞ্জয় রাউত এবং টিআর বালুকে পাঠানো হয়। অন্য দিকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) তৃণমূলকে ওই বৈঠকে আমন্ত্রণই জানানো হয়নি।