সিলেবাসে জুড়তে চলেছে করোনা(covid 19)। মাধ্যমিক এবং মাধ্যমিক স্তরের সিলেবাসে করোনাভাইরাস,(covid 19) কোভিড অতিমারির মতো বিষয় অন্তর্ভুক্ত করা যায় কি না, তা নিয়ে ভাবনাচিন্তা শুরু করেছে রাজ্য সিলেবাস কমিটি।
পাঠ্যক্রম সাজানোর কাজ শুরু হলেও এ ব্যাপারে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি। সূত্রের খবর, ‘‘করোনা ভাইরাস নিয়ে পাঠ্যক্রমে কোন কোন ক্লাসে কী কী পড়ানো হবে তা চূড়ান্ত হয়নি।
তবে করোনা ভাইরাস নিয়ে ষষ্ঠ শ্রেণির পড়ুয়াদের মতো করে এবং একাদশ শ্রেণির পড়ুয়াদের মতো করে পাঠ্যক্রম তৈরির কাজ করছেন বিশেষজ্ঞেরা। সেই কাজ শেষ হলে অন্তর্ভুক্তির অনুমোদন পেতে পারে।
কোন বিষয়ে কোভিডকে অন্তর্ভুক্ত হবে তা নিয়েও আলোচনা চলছে বলে সূত্রের দাবি। তবে ওই সূত্রের মতে, একাদশ শ্রেণির স্বাস্থ্য এবং শারীরশিক্ষা বইয়ে কোভিডকে(covid 19) অন্তর্ভুক্ত করা হতে পারে